কুমিল্লার মুরাদনগরে পূর্ব শত্রুতার জের ধরে জাহিদুর রহমান (২৬) নামে এক যুবকের ওপর সন্ত্রাসী হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত জাহিদুর রহমান মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের সোনারামপুর গ্রামের ওয়াহিদুর রহমানের ছেলে। শুক্রবার (২৪ মার্চ) সোনারামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত জাহিদুর রহমান বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে মূমূর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় জাহিদুর রহমানের পিতা বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ সহ রোববার বাঙ্গরা বাজার থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জাহিদুর রহমানের সাথে একই গ্রামের মৃত. শাহআলম ভূইয়ার ছেলে আফ্রিদি ভুইয়া গংদের পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিল।
শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে আসামীগন দা, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোটা নিয়ে জাহিদুর রহমানের উপর হামলা করে। এসময় দায়ের কোপে জাহিদুর রহমানের ডান-পা গুরুতর জখমসহ পা ভেঙ্গে যায়। জাহিদুর রহমান চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।
জাহিদুর রহমান অভিযোগ করে বলেন, নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে আমার উপর সন্ত্রাসী হামলা করে। এসময় আসামীরা আমার সারা শরীর জখম করা সহ কুপিয়ে আমার হাত ও পা ভেঙ্গে দেয়। এ ঘটনার ৫দিন পার হলেও পুলিশ কোনো আসামীকে আটক করেনি। বর্তমানে আসামিরা বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ রিয়াজ উদ্দিন চৌধুরি বলেন, হামলার ঘটনা নিয়ে পুলিশ তদন্ত করছে। তদন্ত সাপেক্ষে আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাবে।
Last Updated on March 31, 2023 11:08 pm by প্রতি সময়