কুমিল্লার মুরাদনগরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।মঙ্গলবার মধ্যরাতে মুরাদনর উপজেলার সুবিলাচর এলাকা থেকে তাদের আটক করা হয়।তাদের কাছ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ডাকাতরা হলো- কুমিল্লার তিতাস উপজেলার বড় মাছিমপুর গ্রামের আব্দুল মতিন ভান্ডারীর ছেলে মেহেদী মামুন (৩৫), একই উপজেলার তারিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে মো: রকিবুল (২২) ও বড় মাছিমপুর গ্রামের জাকির হোসেনের ছেলে মো: রিপন(৩০)। তাদের মধ্যে মেহেদী মামুনের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও দস্যুতার ১৮টি মামলা ও রকিবুলের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যরাতে সুবিলাচর এলাকায় ডাকাতরা মুরাদনগর ইলিয়টগঞ্জ সড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস হোসেন, এসআই মোর্শেদ আলম, এসআই হামিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে সুবিলাচর এলাকার মোস্তফা কিন্ডার গার্ডেন স্কুলের সামনে থেকে তিন ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে তিনটি রাম দা ও তিনটি ছুরি উদ্ধার করে পুলিশ।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ সাদেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এই তিন ডাকাতকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও দস্যুতার মামলা রয়েছে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on August 18, 2021 11:08 pm by প্রতি সময়