ড্রেজার মেশিনের পাইপ যাতে যানবাহনের চাপে ফেটে না যায়, এজন্য রাস্তার ওপর মাটি,কংক্রিট দিয়ে স্পিড ব্রেকার তৈরি করে তার ভেতর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে উঁচু করে রাখায় তাতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল এক মোটরসাইকেল আরোহীর।এজন্য
ঈদের আগের রাত (২০জুলাই) ১০টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিনগর মোড়ে এ ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি শাহআলম সরকার কুমিল্লার হোমনা উপজেলার মাইজচর গ্রামের মৃত আতাব আলীর ছেলে। এঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহীর পুত্র।ইদৈর আনন্দে বিষাদের ছায়া নেমে আসে নিহতের পরিবারে।
মঙ্গলবার রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে শাহআলম সরকার তার ছেলে শহিদুল্লাহ সরকারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিন নগর মোড়ে রাস্তার ওপর মাটি, কংক্রিট দিয়ে স্পিড ব্রেকার তৈরি করে তার ভেতর দিয়ে ড্রেজার মেশিনের পাইপ বসিয়ে উঁচু করে রাখায় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০ ফুট দূরে ছিটকে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ঈদের দিন সকালে শাহআলম সরকারের মৃত্যু হয়। ঈদের দিন (২১ জুলাই) বিকেলে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।
এদিকে দুর্ঘটার খবর জানতে পেরে আমিননগর গ্রামের অবৈধ ড্রেজার ব্যবসায়ী হুমায়ুন গা ঢাকা দেয়।
মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের নিয়ম অনুযায়ী ভ্রাম্যমান অভিযান অব্যাহত আছে। ক্ষতিগ্রস্ত পরিবার মামলা করলে আইনগত সকল সহায়তা পাবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on July 23, 2021 6:19 pm by প্রতি সময়