কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে উপজেলার আকুবপুড় ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাতটি ড্রেজার মেশিন জব্দসহ চারশো পাইপ বিনষ্ট করেছে।
মঙ্গলবার দুপুর থেকে টানা অভিযানে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনির নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযানে ড্রেজার মেশিন জব্দসহ পাইপ বিনষ্ট করা হয়।
এ সময় উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলাউদ্দিন ভূঁইয়া জনি জানান, উপজেলা প্রশাসন নিয়মিত ভূমিখেকো, অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান পরিচালনা করে আসছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Last Updated on July 19, 2023 12:02 am by প্রতি সময়