উপজেলা প্রশাসনের তদারকি না থাকায় কুমিল্লার মুরাদনগরে খাস খতিয়ানভূক্ত সরকারি খাল ভরাট করে বসত বাড়ি ও দোকানপাট নির্মাণের মধ্য দিয়ে দখলযজ্ঞে নেমেছে স্থানীয় প্রভাবশালীরা। দিনের পর দিন দখলে অস্তিত্ব হারাচ্ছে ঘোড়াশাল গ্রামের খালটি।
উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল এলাকার হাজী মুকসত আলী গাউছিয়া ফাজিল মাদ্রাসা সড়কের পাশ দিয়ে বয়ে গেছে প্রাচীন এই খালটি। কিন্তু মুরাদনগর-হোমনা সড়ক থেকে ঘোড়াশাল খেলার মাঠ পর্যন্ত অংশটি দখল যজ্ঞে অনেকটা নিশ্চিহ্ন হয়ে পড়েছে। ঘোড়াশাল এলাকার শামসু মোল্লা, খালেক মোল্লা ও বাবুল মিয়া গংদের হাত থেকে খালটি উদ্ধার উদ্ধার করার দাবি উঠেছে ইতিমধ্যে।
মুরাদনগর সদর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) খায়রুল আমান আরিফ খাল দখলের কথা স্বীকার করে বলেন, ‘কতটুকু দখল হয়েছে সেটা সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করার জন্য রিপোর্ট প্রদান করেছি।’
এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা বলেন, ‘দখলদারদের কবল থেকে এই খালটি পুনরুদ্ধার করার জন্য আইনানুগ কার্যক্রম শুরু করা হবে। পযার্য়ক্রমে মুরাদনগরের বেদখল হওয়া সকল খাল উদ্ধার করা হবে।’
Last Updated on February 14, 2024 7:49 pm by প্রতি সময়