
কুমিল্লার মুরাদনগর উপজেলা নাগরিক ঐক্য পরিষদের আলোচনা, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মুরাদনগর সদর ইউপি সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ মাসুদের বাসভবনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
অধ্যাপক সাইফুল আলম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের পরিষদের সভাপতি তারেক আব্দুল্লাহ, সহ-সভাপতি অ্যাডভোকেট আতিক উল্লাহ,সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদুল্লাহ পলাশ। অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল।
যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খানের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, পার্থ সারথি দত্ত, মোস্তাক আহমেদ মাসুদ, হাবিবুর রহমান, শরিফুল ইসলাম,মোস্তফা কামাল, বশির আহমেদ, আকতার হোসেন মেম্বার, আশরাফুল ইসলাম মেম্বার ও আব্দুর রহিম প্রমুখ।
ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা ইয়াকুব আলী।