বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজা দেখতে গিয়ে বাড়ি ফেরেনি বিকাশ চন্দ্র বর্মন (১৬)।শুক্রবার রাতে বন্ধুদের নিয়ে বের হয় বিকাশ।বন্ধুরা বাড়ি ফিরলেও ফেরেনি বিকাশ।তবে বাড়ির পাশের পুকুরে তিনদিন পড়েছিল বিকাশের গলাকাটা লাশ।
ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার জেলেপাড়ায়।সোমবার (২ নভেম্বর) সকালে ওই গ্রামের পুকুর থেকে মুরাদনগর পুলিশ বিকাশের গলাকাটা লাশ উদ্ধার করে।বিকাশ মুরাদনগর উপজেলার জেলেপাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মনের ছেলে।
মুরাদনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকাশের গলায় ধারালো অস্ত্রের আঘাত দেখে মনে হচ্ছে পরিকল্পিতভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী দুপুরে মুরাদনগর থানায় হত্যা মামলা করেছেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বিকাশ চন্দ্র বর্মন বন্ধুদের সঙ্গে লক্ষ্মীপূজায় গিয়ে বাড়ি ফেরেনি। বাড়ি ফিরে না আসায় রোববার রাতে তার বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মন মুরাদনগর থানায় জিডি করেন।
সোমবার সকালে বাড়ির পাশের পুকুরে বিকাশের লাশ ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিন। এছাড়া protisomoy news ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও বেলবাটন ক্লিক করে নতুন নতুন নিউজ পেতে অ্যাকটিভ থাকুন।
Last Updated on November 2, 2020 7:38 pm by প্রতি সময়