কুমিল্লার মুরাদনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জায়গায় অবৈধভাবে পাকা দালানকোঠা নির্মান করায় তা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১৮ মার্চ) বিকেলে মুরাদনগরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছরিন সুলতানা নিপার নেতৃত্বে এসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়।
মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারে গোমতী বেড়িবাঁধের পানি উন্নয়ন বোর্ডে জায়গায় ছয়টি দোকান কোঠা নির্মান করেছিলেন স্থানীয় বাসিন্দা মানিক রায়, শুবুধ পাল, জগতৎ পাল, মোহন মিয়া,যাদব ও হাসেম মিয়া। অবৈধভাবে নির্মানাধীন এসব স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য উপজেলা প্রশাসন থেকে অন্তত দুইবার নোটিশ করার পরও দখলদাররা কোন সাড়া না দেওয়ায় সোমবার বিকেলে ছয়টি দোকান কোঠা উপজেলা প্রশাসন থেকে ভেঙ্গে দেওয়া হয় এবং ভবিষ্যতের জন্য দখলদারদের সতর্ক করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগরের ভারপাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন সুলতানা নিপা বলেন, কোম্পানীগঞ্জ বাজারে গোমতী নদীর তীররক্ষা বাঁধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। দুইবার নোটিশ করার পরও দখলদাররা পানি উন্নয়ন বোর্ডের জায়গা ছাড়ছেনা। এসব এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গায় যেকোন ধরনের অবৈধ দোকানপাট স্থাপনা উচ্ছেদের মাধ্যমে দখলমুক্ত করে বাঁধ সংস্কার করা হবে।
Last Updated on March 19, 2024 7:47 pm by প্রতি সময়