কুমিল্লার মুরাদনগরে পুকুরে গোসল করতে নেমে প্রাণ গেলো তিন কন্যা শিশুর। বুধবার দুপুরে মুরাদনগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাঁশকাইট গ্রামের আলম মেম্বারের বাড়ির সুরুজ মিয়ার পুকুরে হৃদয় বিদারক এ ঘটনা ঘটে।
নিহত তিন শিশু মধ্যে দুইজন আপন বোন। তারা হলো- ওই গ্রামের সালাম মিয়ার দুই মেয়ে আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬)। অপর শিশু একই বাড়ির কাউছার মিয়ার মেয়ে শিশু সাদিয়া আক্তার (৭)।
নিহত তিন শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার দুপুর বেলা ওরা তিন মিলে বাড়ির পাশের পুুকুরে গোসল করতে যায়। তাদের ঘরে ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন পুকুর ঘাটে গিয়ে দেখে জুতা পড়ে আছে কিন্তু ওরা নেই। এরপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে তিন কন্যা শিশুর নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। একই পরিবার ও একই বাড়ির একসঙ্গে তিন শিশুর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে ওদের বাবা- মা ও স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে।
Last Updated on November 8, 2023 8:21 pm by প্রতি সময়