কুমিল্লার মুরাদনগরে নারী ও শিশু নির্যাতন আইনে পুত্রবধূর দায়ের করা মামলায় আটক হয়ে জেল হাজতে গেছেন শ্বশুর। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ান থাকায় মুরাদনগর থানা পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
শুক্রবার রাত নয়টার দিকে মুরাদনগর উপজেলার ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের আ: জলিল (৫৫) নামে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আব্দুল জলিলের ছেলে মোমেন বিদেশে চাকরি করেন। পারিবারিক নির্যাতন কলহের বিষয় তুলে ধরে আদালতে মামলা করেন ভুক্তভোগী পুত্রবধূ তাসলিমা আক্তার। ওই মামলায় শ্বশুর আব্দুল জলিলের নামে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল হক ইবনে জলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, মুরাদনগর উপজেলার ১৫ নং নবীপুর পশ্চিম ইউনিয়নের পদুয়া গ্রামের মৃত জারু মিয়ার মেয়ে তাসলিমা আক্তারের কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-০৩ আদালতে দায়ের করা মামলায় আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Last Updated on June 17, 2023 8:21 pm by প্রতি সময়