অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলনের অভিযোগে কুমিল্লার মুরাদনগরে ৩টি ড্রেজার মেশিন জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থলে ড্রেজার মেশিনের মালিকদের খোঁজ না মিললেও অজ্ঞাতনামা উল্লেখ করে মুরাদনগর থানায় মামলা দায়ের করা হয়েছে।
রবিবার ( ২৭জুন) দুপুরে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর বিল থেকে তিনটি মেশিন জব্দ করে মুরাদনগর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের মূত দারুগা আলীর ছেলে মোবারক হোসেন কৃষি জমি থেকে প্রভাব খাটিয়ে ড্রেজারের সাহায্যে অবৈধভাবে দীর্ঘদিন ধরে মাটি উত্তোলন করে আসছে। স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানের নেতৃত্বে মুরাদনগর থানা পুলিশ রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে। অভিযানে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান উপস্থিত ছিলেন।
মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ড্রেজার মেশিন পরিবেশ ও ফসলি জমির জন্য অত্যান্ত ক্ষতিকর। মুরাদনগর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছি। কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএমবার স্যারের নির্দেশনায় এর আগে বাঙ্গরাবাজার থানা এলাকায় ৩টি এবং আজ (রবিবার) মুরাদনগর থানা এলাকায় আরও ৩টি মেশিন জব্দ করেছি। এধরণের অভিযান অব্যাহত থাকবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 27, 2021 8:19 pm by প্রতি সময়