কুমিল্লার মুরাদনগর উপজেলার ছালিয়াকান্দি গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন মকবুল হোসেন নামের এক আইনজীবী সহকারি। এর আগে তার ঘরবাড়ি ভাঙচুর করে হামলাকারিরা।
শুক্রবার (৩০ জুন) সন্ধ্যার দিকে ছালিয়াকান্দি বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে মুরাদনগর থানায় অভিযোগ করা হয়েছে।
শনিবার ঘটনার বিষয়ে ওসি মো. আজিজুর রহমান ইবনে জলিল জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশও পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, ছালিয়াকান্দি গ্রামের মোহাম্মদ জাকির, মোঃ তওহিদ, মোঃ আনোয়ার গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল একই গ্রামের মকবুল হোসেন গংদের। ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রতিপক্ষের উল্লেখিত লোকজন মকবুল হোসেনের ঘরবাড়ি ভাঙচুর করে এবং একইদিন সন্ধ্যায় বাজারে মকবুল হোসেনকে কুপিয়ে আহত করে। এসময় বাজারের লোকজন এগিয়ে এলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Last Updated on July 1, 2023 8:00 pm by প্রতি সময়