কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের গাইটুলী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় একই পরিবারের ৫ জন আহত হয়েছেন।
শুক্রবারের এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় ৯ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, গাইটুলি গ্রামের আব্দুল মান্নানের কিছু জায়গা প্রতিবেশী আব্দুল খালেক ও তার লোকজনেরা জোরপূর্বক দখলে নেওয়ার অপচেষ্টা চালায়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। বিষয়টি নিস্পত্তির লক্ষে শুক্রবার দুপুরে এক সালিশ বসে। এতে সালিশদাররা উভয় পক্ষকে কাগজপত্র অনুয়ায়ী দখলে থাকার অনুরোধ করেন।
বিষয়টি মেনে নেয়নি আব্দুল খালেক ও তার লোকজন। সালিশ শেষ হতে না হতেই আব্দুল খালেকের ছেলে ফারুক মিয়া, শাকিল, দিলদার, সাইফুল ও তাদের ভাতিজারা প্রতিপক্ষের লোকজনের সাথে তর্ক-বিতর্ক, হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। লাঠিসোটা, দা ও লোহার রড নিয়ে প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালায়।
এতে আব্দুল মান্নান, তার ছেলে আমির হোসেন, মনির হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার, আমির হোসেনের স্ত্রী রোকসানা আক্তার ও মোহাম্মদ আলীর মেয়ে লিমা আক্তার আহত হয়। এরমধ্যে গুরতর আহত আমির হোসেন মুরাদনগর ও লিমা আক্তার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখব।
Last Updated on March 16, 2024 10:38 pm by প্রতি সময়