কুমিল্লার মুরাদনগরে দুই হাজার ইমাম মোয়াজ্জেমদেরকে নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকারের আয়োজনে ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকারের সার্বিক তত্ত্বাবদানে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আতিকুর রহমান হেলালের সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, ২২ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য, উপজেলার প্রায় ২ হাজার ইমাম-মোয়াজ্জেম, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
মোনাজাতের পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমরা এখানে সমবেত হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায়। কারণ আমাদের দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নাই। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী। এই নেত্রী ছাড়া আর কোন বিকল্প নেই।
তিনি ইমামদের উদ্দেশ্যে আরো বলেন আপনারা আল্লাহর প্রিয় বান্দা। আমাদের প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করেন।
Last Updated on March 27, 2024 10:42 pm by প্রতি সময়