কুমিল্লার মুরাদনগরে দারিদ্র বিমোচনে ‘স্মার্ট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) মুরাদনগর উপজেলা সদরের ডি.আর.সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা (উওর) জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভুঁইয়া জনির সভাপতিত্বে সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি কর্মকর্তা ডা. সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুদা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মো: ওবায়দুল বারী খাঁন, সদর ইউপি’র (সাবেক) চেয়ারম্যান আক্তার হোসেন, উদ্যোক্তা ফুলবানু বাসার, উপজেলা প্রাণিসম্পদ উপসহকারি কর্মকর্তা জহিরুল হাসান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারিরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রদর্শনী পরিদর্শনে তিন ক্যাটাগরীতে ৯জন ও বিশেষ ক্যাটাগরীতে ৩ জনকে পুরস্কৃত এবং সনদ প্রদান করা হয়। প্রদর্শনীতে খামারি ও উদ্যোক্তাদের ৩৮টি স্টল অংশগ্রহণ করে।
Last Updated on February 25, 2023 7:35 pm by প্রতি সময়