কুমিল্লার মুরাদনগর উপজেলায় চলছে তিন ফসলি জমির মাটি কেটে বিক্রির মহোৎসব। আর এ মাটি ড্রামট্রাকে যাচ্ছে উপজেলার বিভিন্ন ইটভাটায়। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকলেও কোনভাবেই থামানো যাচ্ছে না মাটি কাটার মহোৎসব।
রোববার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সরজমিনে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর বিলকান্দা এলাকায় গিয়ে দেখা গেছে খননযন্ত্র এক্সকেভেটরের সাহায্যে কৃষিজমির মাটি কাটছেন গকুলনগর গ্রামের মতিন ভূঁইয়ার ছেলে কামরুল হাসান সুমন। জমির উপরিভাগ থেকে প্রায় ১৫-২০ ফিট্ গভীর করে মাটি কেটে তা বিক্রি করছেন ইটভাটায়। যার ফলে আশপাশের জমিগুলোতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে কামরুল হাসান সুমন বলেন, আমার জমিগুলোতে ফসল ফলাতে পারছি না। প্রশাসন থেকে অনুমতি নিয়েই মাটি কেটে বিক্রি করছি। যেহেতু ফসল ফলাতে পারছি না মাটি কাটার পর এখানে মাছের প্রজেক্ট করব।
স্থানীয় কৃষকরা অভিযোগ করে বলেন,’আমাদের পাশের জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। যে জমি থেকে মাটি কাটা হচ্ছে সে জমিতে ফসল ফলানো হতো। পাশের জমির মাটি বিক্রি করার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আমাদের জমিগুলোতে ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে। এভাবে মাটিকাটা অব্যাহত থাকলে আগের মত আমাদের জমিতে ফসল ফলানো সম্ভব হবে না। মাটিকাটা সিন্ডিকেট প্রভাবশালী হওয়ার কারণে প্রতিবাদও করতে পারছিনা।’
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি নাসরিন সুলতানা নিপা বলেন , কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে আমরা নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আসছি। ইতিমধ্যে কয়েকজন ড্রেজার ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যেখানেই মাটিকাটা হচ্ছে সেখানেই খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Last Updated on February 11, 2024 11:43 pm by প্রতি সময়