‘শিক্ষা সাম্য প্রগতি যুবমহিলা লীগের মূলনীতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরেও বাংলাদেশ যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে যুব মহিলা লীগের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
এর আগে আলোচনা সভায় কুমিল্লা উত্তর জেলা যুব মহিলালীগের যুগ্ম আহবায়ক শাহিদা আক্তার সাকিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের আহবায়ক বাবু পার্থ সারথী দত্ত, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোওয়ার হাসান চিনু, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সরকার ও আরিফুল ইসলাম শাহেদ, ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম।
বক্তারা বলেন, যুব মহিলা লীগ প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল নারী সমাজকে এই সংগঠনের পতাকাতলে একত্রিত করে সকল বাধা জয় করে নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যেতে হবে। একইসাথে বিএনপি-জামায়াতের সন্ত্রাস এবং জঙ্গিবাদ, দুর্নীতিসহ সকল অত্যাচার-অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। একুশ বছর আগে যে লক্ষ্য আদর্শ নিয়ে জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্রলীগের একঝাঁক সাবেক নেত্রীকে নিয়ে যুব মহিলা লীগ গঠন করেছিলেন সেই আদর্শ লক্ষ্যকে ধারন করে যুব মহিলা লীগের প্রতিটি সদস্যকে নিবেদিত হয়ে দলের জন্য কাজ করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের সামনে তুলে ধরতে হবে।
মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়সাল আহমেদ নাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সদস্য আলমগীর সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক আবেদ আলী, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক সোহরাব হোসাইন বেলাল, উপজেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রমুখ।
Last Updated on July 6, 2023 7:14 pm by প্রতি সময়