কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউপি’র রহিমপুর গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রুবেল হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতের এঘটনায় মামলার পর মঙ্গলবার (২৯ জুন) ওই যুবককে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ। সে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার আমাইড়া ইউনিয়নের অষ্টমাত্রাই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান বলেন,এ ঘটনায় ধর্ষণের অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামি রুবেলকে আজ (মঙ্গলবার) গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে কারাগারে পাঠানো হবে।
মামলার এজাহার থেকে জানা গেছে, ধর্ষণ মামলার বাদী ও আসামি রুবেল হোসেন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রহিমপুর গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা রুবেল হোসেন ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে তারই ভাড়া করা ঘরের ভেতরে নিয়ে গিয়ে জোর করে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।
Last Updated on June 29, 2021 11:44 pm by প্রতি সময়