আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেছে জাতীয় সাংবাদিক সংস্থা মুরাদনগর শাখা।
মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি প্রভাতফেরির মধ্য দিয়ে মুরাদনগর ডি.আর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদদের স্মরণে নীরবতাও পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাপিয়া সরকার, মুরাদনগর শাখার সাধারন সম্পাদক ও ভোরের কাগজ’র প্রতিনিধি রায়হান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সরেজমিন বার্তা পত্রিকার প্রতিনিধি হাফেজ নজরুল, প্রচার সম্পাদক ও বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন তুহিন, নির্বাহী সদস্য ও কালজয়ী পত্রিকার প্রতিনিধি দেলোয়ার হোসেন, মানবাধিকার কর্মী আনোয়ার হোসেন প্রমুখ।
Last Updated on February 22, 2023 1:06 pm by প্রতি সময়