
কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) জেলা অফিসের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে উপজেলার রামচন্দ্রপুর রোডের নিউ মদিনা ফুড প্রোডাক্টসে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জানা যায়, নিউ মদিনা ফুড প্রোডাক্টস মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মানসনদ গ্রহণ ছাড়াই চিপস বিক্রয় ও বিতরণ করছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ১৫/২৭ ধারায় উক্ত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমান করা হয়। এছাড়া বাজার ও দোকানগুলোতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং অন্যান্য প্রযোজ্য বিধি-বিধান বাস্তবায়ন নিশ্চিত করা হয়।
অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কুমিল্লা অফিসের ফিল্ড কর্মকর্তা (সিএম) ইকবাল আহম্মেদ, পরিদর্শক (মেট্রোলজি) আরিফ উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় সার্বিক সহযোগিতা করেন পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।