কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করায় পাঁচ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ মার্চ) বিকেলে মুরাদনগর বাজারে
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন মুরাদনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
জনস্বার্থে পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় এধরনের অভিযান পরিচালনা অব্যাহত রাখা ও সোমবারের অভিযানের বিষয়ে নাসরিন সুলতানা নিপা বলেন, দোকানে মূল্য তালিকা না থাকায় চারটি মুরগীর দোকান কে ৪ হাজার টাকা করে ১৬ হাজার টাকা ও একটি মিষ্টি দোকানকে অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে মুরাদনগর উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহাদাত হোসেন, মুরাদনগর সদর ইউনিয়নের তহশিলদার আরিফ সহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
Last Updated on March 19, 2024 4:52 am by প্রতি সময়