কুমিল্লা মুরাদনগরে অবৈধভাবে গোমতী নদীর পাড়ের মাটি কাটার দায়ে দুই মাটি ব্যবসায়িকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২৬ অক্বিটোবর) বিকেলে মুরাদনগর সদর ইউনিয়নের হিরাকান্দা এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাটি ব্যবসায়িকে এ জরিমানা করেন। এসময় তাদেরকে সতর্ক করা হয়। পরে ওই দুই ব্যবসায়ি ভবিষ্যতে অবৈধভাবে মাটিকাটা কাজে জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে ছাড়া পায়।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী বলেন, মুরাদনগর উপজেলা প্রশাসন ড্রেজার ও গোমতী নদীচরের মাটিকাটা চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
Last Updated on October 27, 2023 4:11 pm by প্রতি সময়