কুমিল্লার মুরাদনগরে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হত্যার দায়ে সোহাগ মিয়া নামের ঘাতককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুমিল্লার আদালত।
মঙ্গলবার (৩ অক্টোবর) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাখরনগর দক্ষিণ পাড়া মৃত রোশন আলীর ছেলে। আর হত্যার শিকার মানসিক ভারসাম্যহীন নাসির মিয়া কুমিল্লা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ীর আব্দুল আউয়ালের ছেলে।
আদলের সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ সেপ্টেম্বর দিবাগত রাত ১০টায় মুরাদনগর বাখরনগর দক্ষিণ পাড়া হাজী মোঃ ধনু মিয়া সওদাগরের নির্মানাধীন একটি ভবনে ঘুমিয়ে ছিলেন। পরদিন সকাল ১১ টায় স্থানীয় মসজিদের ইমাম নাসিরের লাশ দেখতে পেয়ে তার পরিবারস্য অন্যান্যদের খবর দেন। এ ঘটনায় নিহত নাসিরের পিতা সোহাগ মিয়াকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ আসামি সোহাগকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।
সোহাগ আদালতে তার জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করে। ২০২১ সাল থেকেই আসামি সোহাগ জেল হাজতে রয়েছে। রায় ঘোষণার দিন সে কাঠগড়ায় উপস্থিত ছিল।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি এডভোকেট মো. জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো. জাহাঙ্গীর আলম।
Last Updated on October 3, 2023 6:52 pm by প্রতি সময়