রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
স্কাউটিং সম্প্রসারণের স্বীকৃতিস্বরুপ রৌপ্য ইলিশ’ পদক পেলেন রুহুল আমিন দেবিদ্বারের নবাগত ইউএনওর সাথে সাংবাদিকদের মত বিনিময় গণহত্যা দিবস উপলক্ষে কুমিল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লায় জেলের জালে ভয়ংকর সাকার মাছ কুমিল্লার মুরাদনগরে ৫৬ কেজি গাঁজা ও দেশিয় অস্ত্রসহ সাতজন গ্রেফতার কুমিল্লার বুড়িচংয়ে সমাজের সুবিধা বঞ্চিতরা পেলো মিথলমা সমাজ কল্যাণ ট্রাস্টের ইফতার সামগ্রী কুমিল্লার দাউদকান্দিতে তিশা বাসের চাপায় অটো রিকশার দুই যাত্রী নিহত ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত অনুশীলন ও অধ্যাবসায়ে গুরুত্ব দিয়ে জীবন গড়ে তুলতে হবে : দি অপটিমিষ্টস্ বাংলাদেশ’র মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো সুন্দরভাবে বাঁচার সাহস পাবে : আবুল হাসেম খান এমপি কুমিল্লার বুড়িচংয়ে ৯৯ পরিবার পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর দাউদকান্দিতে ১৩০ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর মুন্সিগঞ্জে বেওয়ারিশ তালিকার লাশটি কুমিল্লার মুরাদনগরের প্রকৌশলী ইমতিয়াজের কুমিল্লার ছয় উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা প্রধানমন্ত্রীর মুরাদনগরে বিশ্ব পানি দিবসে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত আসুন রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াই : মুরাদনগরে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন  মুরাদনগরে চতুর্থ দফায় ভূমিহীন ১১৫ পরিবার পাবে নতুন ঘর সাধারণ শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষার গুরুত্ব অনেক : আবুল হাসেম খান এমপি দাউদকান্দিতে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং প্রোগ্রাম অনুষ্ঠিত

মুরাদনগরে সরকারি খাল দখলদাররা স্থাপনা নির্মাণ কাজের সময়সূচি পরিবর্তন করেছে

প্রতিসময় রিপোর্ট
  • আপডেট টাইম বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

ছবি: পবিত্র আশুরার ছুটিরদিনে খালের উপর নির্মাণাধীন স্থাপনার কাজ করছে শ্রমিকরা #

সরকারি খাল দখল করে সন্ধ্যা থেকে রাত অব্দি স্থাপনা নির্মাণের খবর কয়েকটি গণমাধ্যমে প্রকাশের পর দখলদাররা সময়সূচি পাল্টিয়ে এবার সরকারি ছুটির দিন বেছে নিয়েছে। অভিনব কৌশলে দখলযজ্ঞের কাজ যেমন থামানো যাচ্ছেনা, তেমনি প্রশাসনের কর্মকর্তারা অবৈধভাবে স্থাপনা নির্মাণের জায়গা থেকে দখলদারদের একবিন্দু টলাতে পারছেনা।

ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাঙ্গরা বাজার থানার হায়দরাবাদ মৌজায় সামছুল হক কলেজের সীমানা লাগুয়া এলাকায়।

উচ্ছেদাভিযান চালিয়ে সরকারি খালটি দখলমুক্ত করার বিষয়ে ‘আশার বাণী’ শুনিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।

দখলদাররা এবার রাতের পরিবর্তে সরকারি ছুটির দিনে খাল দখল করে অবৈধ পাকা স্থাপনার নির্মাণ কাজ করার অভিনব কৌশল গ্রহণ করেছে। যাতে কেউ অভিযোগ করলেও ছুটির দিনে তাদের কাজে বাধা দিতে পারবে না।

গত ২৩ আগস্ট মুরাদনগর উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞার পর ২৬-২৭ আগস্ট সরকারি খালের উপর স্থাপনা নির্মাণের কাজ বন্ধ রাখলেও সরকারি ছুটির দিন হওয়ায় ২৮-২৯-৩০ আগষ্ট আশুরার সময় পর্যন্ত টানা তিনদিন খাল দখলের জায়গায় পাকা ভবনের নির্মাণ কাজ এগিয়ে নিয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, খাল দখলদাররা আগামী শুক্র-শনিবার সরকারি ছুটির দিনে স্থাপনা নির্মাণ কাজের প্রস্তুতি নিয়ে রেখেছে।

এদিকে গত ১ সেপ্টেম্বর হায়দরাবাদ সামছুল হক কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম কলেজ সীমানা ঘেঁষে চলমান খালটি দখলের কারণে এখানকার পরিবেশের ক্ষতি, পানি নিস্কাশন ব্যবস্থায় অচলাবস্থা সৃষ্টি হওয়া এবং অবৈধ মার্কেট নিমার্ণের ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টসহ শিক্ষার্থীদের যাতায়াতে বিঘœ সৃষ্টি হওয়ার আশংকা উল্লেখ করে সরকারী খালের জায়গা থেকে জনস্বার্থে ওই নির্মাণাধীন অবৈধ স্থাপনা অপসারণের দাবী জানিয়ে কুমিল্লাজেলা প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন।

এবিষয়ে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর জানান, যারা খাল দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দখলদার যে-ই হোক তাদের কোন অবস্থাতেই ছাড় দেয়া হবেনা। আমরা অবশ্যই উচ্ছেদ অভিযান পরিচালনা করবো।

উল্লেখ্য, সরকারি খালের জায়গা দখল করে ভবন নির্মাণের শুরুতেই বাধা দেন আন্দিকোট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ ভূমি অফিসের লোকজন। পরে বাঙ্গরা থানা পুলিশ এসেও স্থাপনা নির্মাণে বাধা দেয়। এরপর মুরাদনগরের সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল সরকারি খাসের খালের জায়গায় কাজ বন্ধসহ নির্মাণাধীন স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেন দখলদারদের। কিন্তু কোনো কিছুতেই তোয়াক্কা করেনি দখলদাররা।

# দেশবিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

Last Updated on September 2, 2020 1:51 pm by প্রতি সময়

শেয়ার করুন
এই ধরনের আরও খবর...

বিস্তারিত জানতে ছবিতে ক্লিক করুন।

themesba-lates1749691102