
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সরকারি জায়গা দখল করে পাকা বাড়ি ও দোকান নির্মাণের অভিযোগ ওঠেছে সৌদি প্রবাসীর বিরুদ্ধে ।
উপজেলার শ্রীকাইল ইউনিয়নের হাটখোলা বাজার সংলগ্ন সরকারি জায়গা দখল করে পাঁচ তলা ফাউন্ডেশন দিয়ে দুইতলা ভবন ও দোকান নির্মাণ করছে বোতাইল গ্রামের উজির মিয়ার পুত্র সৌদিআরব প্রবাসী বশির মিয়া। এতে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, সৌদি প্রবাসী বশির মিয়া বাজারের সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করতে গেলে তৎকালীন ইউনিয়ন ভূমি কর্মকর্তারা বাধা প্রদান করেন। তখন দোকানঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন বশির মিয়া। পরবর্তীতে তার জায়গায় সামনে প্রায় ৩ শতক সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করেন।
এ বিষয়ে সৌদি প্রবাসী বশির কে ফোনে কল দিয়েও তার বক্তব্য নেওয়া যায়নি। তবে প্রবাসী বশিরের কেয়ারটেকার বলেন বাজারের কিছু অংশ যদি থেকেও থাকে সরকার চাইলে দিতে বাধ্য। তাছাড়া দোকান ঘরগুলো সরকারি জায়গায় হতে পারে, তবে বশিরের ক্রয়কৃত সম্পত্তির মধ্যেই পাকা ভবন রয়েছে ।
এ বিষয়ে হাটখোলা বাজারের সভাপতি ইকবাল বাহার চেয়ারম্যান বলেন, কেউ যদি বাজারের জায়গা দখল করে থাকে আমি নিজেই ভূমি অফিসে অভিযোগ দায়ের করব।
শ্রীকাইল ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকতা আব্দুল আলীম বলেন, বাজারের জায়গা দখলের বিষয়টি জানার পর আমি সরজমিনে গিয়ে জায়গাটি পরিদর্শন করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া দখলদারদের কাগজপত্র নিয়ে ভূমি অফিসে আসতে বলা হয়েছে।
মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ছাকিব হাসান খাঁন বলেন, সরকারি জায়গা দখল করার কোনো সুযোগ নেই। আমাদের সরকারি সার্ভেয়ার ও দখলকারীদের পক্ষ থেকে একজন সার্ভেয়ার নিয়ে অচিরেই বাজারের সীমানা নির্ধারণ করা হবে। সরকারি জায়গা কেউ দখল করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।