কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল জনকল্যাণ ফোরামের উদ্যোগে ৬৫০টি নিন্মআয়ের হতদরিদ্র অসচ্ছল পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে ইফতার ও ঈদ পণ্যসামগ্রী বিতরণ করা হয়।
জনকল্যাণ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার রমিজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ডক্টর আহসানুল আলম সরকার কিশোর।
জনকল্যাণ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবুর রহমান ও দপ্তর সম্পাদক আলহাজ্ব সফিউল্লাহ সরকারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কাজিয়াতল রহিম রহমান মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মনির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মাস্টার, ফোরামের উপদেষ্টা খন্দকার কামাল উদ্দিন চেয়ারম্যান, ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আলী, ফোরামের সমাজ কল্যাণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান, ফোরামের কোষাধক্ষ্য এবং ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ উপ-কমিটির আহবায়ক আলহাজ্ব কাজী আব্দুস সালাম, ফোরামের সহ-সভাপতি আলহাজ্ব ইউনুস মুন্সি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ভূইয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মানিক, শ্রীকাইল কলেজের অধ্যাপক জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিকুর রহমান হেলাল প্রমুখ।
Last Updated on March 28, 2024 11:42 pm by প্রতি সময়