কুমিল্লার মুরাদনগর উপজেলার চারটি ইটভাটাকে সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে ভ্রাম্যমান আদালত উপজেলার নবীপুর পূর্ব, মুরাদনগর সদর এবং ছালিয়াকান্দি ইউনিয়নের বিভিন্ন স্থানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে দিনব্যাপী অভিযান পরিচালনা করে চারটি ইটভাটাকে অর্থদণ্ড করে।
অননুমোদিত মাটি সংগ্রহ ও নিষিদ্ধ এলাকায় ইট ভাটা স্থাপনের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ ধারায় মেসার্স এফ আলি ব্রিকসকে ৫০ হাজার টাকা, নিউ জনতা ব্রিকসকে তিন লাখ, মেসার্স এমবিসি ব্রিকসকে তিন লাখ এবং মুক্তা ব্রিকসকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নিপা বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে মুরাদনগর উপজেলা প্রশাসন, মুরাদনগর থানা পুলিশ, মুরাদনগর ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তর কুমিল্লা, বিএসটিআই’র প্রতিনিধিদের সমন্বয়ে দিনব্যাপী এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের দায়ে বিভিন্ন চারটি ইটভাটা মালিককে জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার সিনিয়র সিনিয়র কেমিস্ট রায়হান মোরশেদ, বিএসটিআই কুমিল্লার পরিদর্শক লুৎফর রহমান, মুরাদনগর ফায়ার সার্ভিসের সিনিয়র ফায়ার ফাইটার নূরে আলম, মুরাদনগর ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আরিফুর রহমান, মুরাদনগর থানার এসআই আমিনুর রহমান প্রমুখ।
Last Updated on January 22, 2024 11:28 pm by প্রতি সময়