কুমিল্লার মুরাদনগর উপজেলায় স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ক ৪ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারি) সকালে মুরাদনগর উপজেলা পরিষদ কবি নজরুল মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে মুরাদনগর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব ও হিসাব সহকারি কাম অপারেটরগনের জন্য আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এনআইএলজি’র উপ-পরিচালক মিজানুর রহমান।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনউপজেলা প্রকৌশলী মো. রায়হানুল আলম চৌধুরী।
উপজেলা স্থানীয় সরকার বিভাগের ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কোর্স সমন্বয়কারী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সুফি আহমেদ উপস্থিত ছিলেন।
Last Updated on February 12, 2024 6:14 pm by প্রতি সময়