প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লার মুরাদনগরে ও প্রতিবন্ধী, অসহায়, নিম্ন আয়ের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীরা।
বুধবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ২২টি ইউনিয়নের নিম্ন আয়ের হতদরিদ্র পরিবার চিহিৃত করে উপজেলার উত্তর ত্রিশ গ্রামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা (উত্তর) জেলা আওয়ামী লীগের (সাবেক) সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার।
বিতরণ কার্যক্রমের প্রথম দিন বুধবার প্রায় ৬শ পরিবারকে ঈদ খাদ্য সামগ্রী প্যাকেট দেয়া হয়। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে ঈদ খাদ্য সামগ্রী দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার (কিশোর), কুমিল্লা (উত্তর) জেলা আ’লীগের (সাবেক) শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার মো. হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, উপজেলা আ’লীগের সাবেক দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা, কুমিল্লা জেলা আ’লীগের সদস্য মতিন মাষ্টার, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন আ’লীগের সভাপতি হাজী সুধন মিয়া, দারোরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী, পূর্ব ধৈইর (পূর্ব) ইউনিয়নের সাবেক সভাপতি মকবুল হোসেন, বাঙ্গরা পূর্ব ইউপি’র চেয়ারম্যান শেখ জাকির, যাত্রাপুর ইউপি’র চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রামচন্দ্রপুর (উওর) ইউপি’র চেয়ারম্যান ইকবাল সরকার, যুবলীগ নেতা মোহাম্মদ বশির, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জাকারিয়া সরকার, কুমিল্লা (উওর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-আমিন সরকার, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আকরাম প্রমুখ।
Last Updated on April 12, 2023 9:15 pm by প্রতি সময়