কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানাধীন কালারাইয়া রুহানি এতিমখানা কমপ্লেক্স ও হাফেজিয়া মাদ্রাসার শিশুদের জন্য ইফতারির আয়োজন করেছে স্বেচ্ছাসেবি সংগঠন ‘হৃদয়ে কুমিল্লা’।
শনিবার (১মার্চ)এতিম শিশুদের সাথে ইফতার করে আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।
ইফতারের আগে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মহান আল্লাহর রহমত চেয়ে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও ‘হৃদয়ে কুমিল্লা’ সংগঠনের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।
‘হৃদয়ে কুমিল্লা’ সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক শাহ আলম মুন্সি জানান,সামাজিক দায়বদ্ধতা থেকে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে আসছে এ সংগঠন। এরই ধারাবাহিকতায় এবারের রমজানে এতিম ও মাদরাসার শিশুদের জন্য ইফতার আয়োজন করা করেছে।
তিনি বলেন, এই শিশুরাই একদিন বড় আলেম হবে। আর আলেমরা দেশ ও জাতির শ্রেষ্ঠ সম্পদ।
ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রাসেল হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ পরাণ প্রমুখ।
Last Updated on April 2, 2023 11:55 pm by প্রতি সময়