কুমিল্লার মুরাদনগর উপজেলায় এলখাল গ্রামের প্রবাসীদের নিয়ে গঠিত এলখাল ইসলামি যুব সংঘঠনের উদ্যোগে দেড়শতাধিক অসহায়, গরিব ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতিজন পরিবারের খেজুর ১ কেজি, ছোলা ২ কেজি, মুড়ি ১ কেজি ও আলু ১ কেজি করে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল রবিউল্লাহ সরকার নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এলখাল ইসলামি যুব সংঘঠনে সভাপতি ছোটন ব্যাপারী, সহ-সভাপতি আবুল বাশার, সাধারন সম্পাদক সাগর মিয়া ও সহ সাধারন সম্পাদক সেলিম সরকাসসহ প্রায় অর্ধশত প্রবাসীর সার্বিক সহযোগিতায় এসব সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আবুল হাসেম সরকার, নজরুল মেম্বার, সাবেক মেম্বার আবুল খায়ের, বাছির মিযা, মোছলেম উদ্দিন খানঁ, সেলিম সরকার, ফেরদৌস, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী, জসিম উদ্দিন, মামুন সরকার, জজ মিয়া, সাইফুল ইসলাম ছোটন প্রমুখ।
Last Updated on March 10, 2024 10:59 pm by প্রতি সময়