পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হোক এ স্লোগানকে সামনে রেখে মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কবি নজরুল মিলনায়তনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
মুরাদনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের (সাবেক) ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম।
উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এন এ মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মুরাদনগর উপজেলার সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহেদুল আলম শাহেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ূন কবির , জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নেত্রী পাপিয়া সরকার, ভোরের কাগজের মুরাদনগর প্রতিনিধি রায়হান চৌধুরী, দৈনিক সমাচার প্রতিনিধি নজরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আমোদ মুরাদনগর প্রতিনিধি মমিনুল ইসলাম মোল্লা, দৈনিক জনতা কুমিল্লা উত্তর প্রতিনিধি জাকির হোসেন, দৈনিক ভোরের সূর্যোদয়ের সংবাদদাতা শামিম আহম্মেদ, এশিয়ান টিভির মুরাদনগর প্রতিনিধি এম এ বাশার, ঢাকা প্রতিদিনের এম ফয়জুল ইসলাম, দৈনিক খোলা কাগজের আজিজুল ইসলাম, দৈনিক ভোরের সময়ের আক্তার হোসেন, দৈনিক একুশে সংবাদ মুরাদনগর প্রতিনিধি আনোয়ার হোসেন মোল্লা, দৈনিক দেশকালের মুরাদনগর প্রতিনিধি আব্দুল আলীম, বাংলাদেশ সমাচার মুরাদনগর প্রতিনিধি প্রিয়ন্ত মজুমদার ও ইকবাল হোসেনসহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।
ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দৈনিক সরেজমিন বার্তার ভ্রাম্যমান প্রতিনিধি হাফেজ নজরুল ইসলাম প্রমূখ।
Last Updated on April 8, 2023 11:11 pm by প্রতি সময়