কুমিল্লার মুরাদনগরে অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা একাই চালাচ্ছেন গোটা অফিস। জনবলের ঘাটতি থাকায় একদিকে যেমন ওই কর্মকর্তা একাই অফিস সামাল দিতে গলদঘর্ম হয়ে পড়ছেন অন্যদিকে যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন মৎস্য সংশ্লিষ্টরা। এ অবস্থা এক বছর ধরে চলছে কুমিল্লার মুরাদনগর উপজেলা মৎস্য অফিসে।
খোঁজ নিয়ে জানা গেছে, মুাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের পুকুর, নদী, খাল-বিলে প্রচুর পরিমাণে রুই, কাতলা, মৃগেল, কার্প, তেলাপিয়া, পাবদা, কৈ, শিং মাগুর, পাঙ্গাস মাছ উৎপাদন হচ্ছে। এখানে সরকারি পুকুর রয়েছে ৭৮টি, ব্যক্তি মালিকানাধীন পুকুর ৯ হাজার ১৮টি, খাল ১৯টি, নদী ৩টি, মরা নদী ৭টি, ব্যক্তি মালিকানাধীন মৎস্য হ্যাচারী ৩টি, নার্সারী ২৫টি ও ৩৮টি মৎস্য খামারে প্রতি বছর ১১ হাজার ২৭৬ মেট্রিকটন মাছ উৎপাদন হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, মুরাদনগর উপজেলা মৎস্য অফিসের অনুমোদিত পদ সংখ্যা ৫টি। বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র একজন। অবশিষ্ট ৪টি পদ শূন্য রয়েছে। শূণ্য পদগুলো হলো- উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা, ক্ষেত্র সহকারি, অফিস সহকারি ও অফিস সহায়ক। এক বছরেরও বেশি সময় ধরে শূণ্য পদগুলো পূরণ না হওয়ায় স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। মাত্র একজন কর্মকর্তার ওপর ভর করে একটি গুরুত্বপূর্ণ অফিস খুঁড়িয়ে চলছে।
স্থানীয় মৎস্য চাষি যোগেশ চন্দ্র বর্মন জানান, সপ্তাহে তিন দিন খোলা থাকে উপজেলা মৎস্য অফিস। এখান থেকে কোন ধরণের পরামর্শ নিতে হলে আগে মোবাইল ফোনে যোগাযোগ করে আসতে হয়। যারা যোগাযোগ করতে পারে না তারা উপজেলা মৎস্য অফিসে এসে ফিরে যেতে হয়।
কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজিব মুন্সি বলেন, এখানে জনবলের যে ঘাটতি আছে সেটি পূরণ করা হলে মৎস্য চাষীদের অনেক উপকার হবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোসাম্মৎ নাজমা আক্তার জানান, অফিসে আমি মানুষ মাত্র একজন। তাই কষ্ট হলেও কোনো না কোনোভাবে কাজগুলো ম্যানেজ করে নিচ্ছি। উর্ধতন কর্তৃপক্ষকে জনবল সংকটের বিষয়টি জানানো হয়েছে। শূন্য পদগুলো পূরণ হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে।
কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা মো. বেলাল হোসেন বলেন, জনবল সংকটের কারণে আমাদের সেবা দিতে সমস্যা হচ্ছে। তবে এই সমস্যা শুধু মুরাদনগর উপজেলার না। সমগ্র বাংলাদেশের মৎস্য কার্যালয়গুলোর এখন একই চিত্র। আগামী দুই মাসের মধ্যে মুরাদনগর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের শূন্যপদে নিয়োগের সম্ভাবনা রয়েছে ।
# রিপোর্ট : মনির হোসাইন, মুরাদনগর প্রতিনিধি
Last Updated on March 6, 2024 8:27 pm by প্রতি সময়