কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম আরিফের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে।
মুরাদনগর সহ কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা এ ঘটনা তীব্র নিন্দা ও দোষীদের বিচার দাবি করেছেন।
আহত সাংবাদিক মাহবুব আলম আরিফ জানান, বুধবার রাতে ওষুধ ক্রয় করার জন্য তিনি মুরাদনগর উপজেলা সদরের মহসিন ফার্মেসীতে যাযন। এ সময় আগে থেকেই ওঁৎ পেতে থাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা সোরাফ, নুরুল ইসলাম, স্টুডিও মানিকের নেতৃত্বে মুরাদনগর দক্ষিণ পাড়ার শফিক মিয়ার ছেলে রুহুল আমিন সহ ১০-১৫ জন মিলে তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এদিকে এ ঘটনার পর স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেফতার দাবি করেছেন মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল খায়ের, কুমিল্লা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, কুমিল্লা মিডিয়া ফোরামের সভাপতি সাদিক হোসেন মামুনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এবিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Last Updated on February 8, 2024 4:13 pm by প্রতি সময়