
কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের বাজারে চোরের উপদ্রব বেড়েছে। বাজারের দোকানিরা বলছেন রাতে পুলিশের টহল জোরদার ও নৈশ প্রহরীর সংখ্যা বাড়ানো হলে চোরের উপদ্রব কমে আসবে।
গত দুই দিনে বাজারের চার দোকানে চুরির ঘটনার রেশ না কাটতেই তৃতীয় দিনের মাথায় ফের কুমিল্লার মুরাদনগর উপজেলা সদর বাজারে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১ অক্টোবর ) দিবাগত রাতে মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে রড সিমেন্টের দোকান মেসার্স ফামিনহা ট্রেডার্সে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল দোকানের ক্যাশে থাকা ৩ লাখ ৫০ হাজার টাকা সহ দোকানের সিসি ক্যামেরা ও অন্যান্য মালামাল নিয়ে যায়।

এর আগে সোমবার (২৯ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুরাদনগর বাজারে চারটি দোকানে চুরির ঘটনা ঘটে। চোরের দল নগদ টাকা ও ৫টি মোবাইলসহ তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
বাজারে কয়েকদিন পর পর চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।
বাজার কমিটির সাবেক সভাপতি ও আল করিম স্টোরের মালিক আব্দুল করিম বলেন, আমরা পাহারাদারদের জন্য মাসে মাসে টাকা দিচ্ছি কিন্ত চুরি বন্ধ হচ্ছেনা। দুর্বল ও বয়ষ্ক পাহারাদার দিয়ে চলছে বাজার। তাছাড়া বর্তমানে বাজারের কোন কমিটি নেই। এছাড়া পুলিশের টহল ব্যবস্থা জোরদার করা হলে চুরি বন্ধ হবে।
বাজারের আশেপাশের দোকানদার ও স্থানীয় লোকজন জানান, এলাকায় গত কয়েক মাসে বিভিন্ন দোকানে ও বাজারের আশেপাশের বিভিন্ন বাসায় চুরির ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত কোন চোর ধরা পড়েনি। এলাকায় মাদকাসক্ত লোকের সংখ্যা বেড়ে যাওয়ায় এ চুরির ঘটনা বেড়ে যাচ্ছে বলেও জানান স্থানীয়রা। তাছাড়া চোরের উৎপাতে সারাক্ষণ আতঙ্কে রয়েছেন বলেও জানান এলাকাবাসী।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জাহিদুর রহমান বলেন, বিষয়টি আমি অবগত নই। থানায় কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।