কুমিল্লার মুরাদনগরে মধ্যরাতে মরা গরু জবাই করে গোশত বিক্রির জন্য সংরক্ষণের চেষ্টকালে হাতেনাতে ধরা খেলেন অসাধু ব্যবসায়ি।পরে তাকে জরিমানা করে মরা গরুর গোশত মাটিচাপা দেওয়া হয়। বুধবার মধ্যরাতে মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের থোল্লার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন ভূইয়া জনি জানান,উপজেলার বাখরনগর গ্রামের থোল্লার মোড় এলাকায় অসাধু ব্যবসায়ীদের একটি চক্র বিক্রির উদ্দেশ্যে একটি মরা গরু জবাই করে গোশত সংরক্ষন করছে এমন সংবাদ পেয়ে বুধবার রাত ১ টা ৩০মিনিটের দিকে ঘটনাস্থলে গিয়ে অসাধু গোশত বিক্রেতাকে হাতেনাতে ধরা হয়। পরে অসাধু ব্যাবসায়ী মুর্শিদ মিয়াকে ১৫হাজার টাকা জরিমানা করা হয় এবং মরা গরুর গোশত মাটিচাপা দেওয়া হয়। এসময় তাকে সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, মরা গরুর এই গোশত কোনভাবে বিক্রির জন্য বাজারে স্থান পেলে সাধারণ মানুষ এটি খেয়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়তেন। মানুষ ঠকানো বা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া পণ্য বেচাবিক্রি কোনভাবেই এটি বিবেকবান ব্যবসায়ি করতে পারেন না। আমরা সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি এবং কোথাও কোন অনিয়ম দেখা দিলে প্রশাসনকে অবহিত করুন।
Last Updated on August 10, 2023 8:13 pm by প্রতি সময়