জীবদ্দশায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের বরাদ্দ দেওয়া ‘বীর নিবাস’ ঘরে বসত হলো না কুমিল্লার নাঙ্গলকোটের বীর মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহর। ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় গত দুই বছরেও তার জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বীর নিবাসের নির্মাণ কাজ শেষ না করায় তিনি সেই ঘরে জীবনের শেষ দিনটিও কাটাতে পারলেন না।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহ বুধবার উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ববামপাড়া গ্রামে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। একই দিন বাদ মাগরিব গ্রামের বাড়িতে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা মোবারক উল্লাহ ২ নং সেক্টরে মেজর হায়দারের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
জানা যায়, মোবারক উল্লাহ কুমিল্লার রাজবাড়ি সেটেলমেন্ট অফিসের পেশকার পদে দায়িত্ব পালন করে কয়েক বছর আগে চাকুরি থেকে অবসর গ্রহণ করেন। জীবনের শেষ প্রান্তে গ্রামের বাড়িতে তার একটি ঘরও ছিল না। তাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ প্রকল্পের অধীনে তার জন্য একটি ‘বীর নিবাস’ ঘর বরাদ্ধ দেয়া হয়। ২০২২ সালের প্রথম দিকে ঘর নির্মাণ কাজ শুরু হয়।
কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলায় তার জন্য বরাদ্ধকৃত ঘরের নির্মাণ কাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। মোবারক উল্লাহ জীবনের শেষ বেলায় অসুস্থ অবস্থায় ভাতিজা ইসমাইলের তত্ত¡াবধানে এবং তার জরাজীর্ণ ঘরে চরম দু:খকষ্টে দিনাতিপাত করেছেন।
Last Updated on December 1, 2023 4:05 pm by প্রতি সময়