আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে কামরুল নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক ওই গ্রামের আব্দুর রবের পুত্র।
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, মেঘনা উপজেলার চালিভাঙ্গায় হুমায়ুন চেয়ারম্যান গ্রুপ ও কুমিল্লা জেলা পরিষদ সদস্য কাইয়ুম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল।
সোমবার দুপুরে কাইয়ুমের সঙ্গে যখন তার গ্রুপের লোকজন বাড়ি ফিরছিলো তখন হুমায়ুন চেয়ারম্যান গ্রুপ হামলা করে। আর এই হামলায় কাইয়ুম গ্রুপের কামরুল সংঘর্ষে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, দুই গ্রুপের সংঘর্ষে একজন মারা গেছে বলে জানতে পেরেছি। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Last Updated on January 29, 2024 9:05 pm by প্রতি সময়