কুমিল্লার মেঘনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।
সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোরের দিকে মেঘনা উপজেলার চারিভাঙ্গা ইউনিয়নের নলচরে এ ঘটনা ঘটে। এদিন ভোররাত থেকে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম ও চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের একপর্যায়ে চারিভাঙ্গা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নিজাম গুরুতর আহত অবস্থায় সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত নাজিম চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাই।
মেঘনা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই নানান কারনে দ্বন্দ চলে আসছিলো। এরই জের ধরে সোমবার ভোর রাতে কাইয়ুম গ্রুপ ও হুমায়ুন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সকাল পর্যন্ত কয়েক দফা গুলি বিনিময় ও টেটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে নাজিমের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি।
ওসি আরও জানান, সোমবার সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।
জানা গেছে, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের বেশিরভাগই টেটাবিদ্ধ ও দুয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন।
Last Updated on September 18, 2023 2:08 pm by প্রতি সময়