কুমিল্লার মেঘনায় চালিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিন সরকার হত্যার ঘটনায় কুমিল্লা জেলা পরিষদের সদস্য আব্দুল কাইয়ুম হোসেনকে প্রধান আসামী করে মেঘনা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকারের ভাই মো. টিটু সরকার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত ৫০/৬০জনকে আসামী করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- আরিফ, দাইয়ান, কাদির ও সোহেল।
মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকারের হত্যার ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের ভাই টিটু সরকার বাদী হয়ে থানায় মামলা করেন।
আসামিদের গ্রেফতারে র্যাব, সিআইডির পাশাপাশি পুলিশের একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে কাজ করছে।
উল্লেখ্য, সোমবার (১৮সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৮ টার দিকে মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামে জেলা পরিষদ সদস্য কাইয়ুম ও চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়।সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির সরকারের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা নিজাম উদ্দিন সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
Last Updated on September 19, 2023 8:50 pm by প্রতি সময়