কুমিল্লার মেঘনা উপজেলায় রাসেল মিয়া (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২২জুন) সকালে উপজেলার বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা গ্রামের দক্ষিণপাড়ার আখক্ষেতের পাশ থেকে তার লাশ উদ্ধার করে মেঘনা থানা পুলিশ।রাসেল মিয়া ওই গ্রামের সাব মিয়ার ছেলে।
পুলিশ জানান,আজ (মঙ্গলবার) সকালে বড়কান্দা গ্রামের দক্ষিণপাড়ার আখ ক্ষেতের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়,ঘটনাস্থল থেকে রাসেল মিয়া নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহতের গলায় একটি দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান,আখ ক্ষেতের মালিক চুরি ঠেকাতে আখের জমিটিকে ইলেকট্রিক তার দিয়ে ঘিরে রেখেছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ইলেকট্রিক শক লেগে মৃত্যুর কারণ হতে পারে।তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 22, 2021 7:58 pm by প্রতি সময়