কুমিল্লার মেঘনা উপজেলায় চালিভাঙ্গা ইউনিয়নে ফরাজিকান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত কুদ্দুস আলী (৪৫)নামে এক মালেয়েশিয়ান প্রবাসী মারা গেছেন।
গত মঙ্গলবার (২৯জুন)বিকেলে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে ঘটনার ৪৩ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মেঘনা উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নের ফরাজিকান্দি গ্রামের মৃত নূর আহম্মদের ছেলে কুদ্দুস আলী ছুটিতে দেশে এসেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার চালিভাঙ্গা ইউনিয়নে ফরাজিকান্দি গ্রামে গত ১৬ মে রবিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে একই গ্রামের শুক্কুর আলী ও মোতালেব মিয়ার লোকজনের মধ্যে কথা কাটাকাটি ও এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।এর জের ধরে রাতে মোতালেব মিয়া ও তার লোকজন শুক্কুর আলীর বাড়িতে হামলা চালায়।ওই হামলায় শুক্কুর আলীর ভাই কুদ্দুস আলীসহ ৫জন আহত হয়।গুরুতর আহত কুদ্দুস আলীকে আশঙ্কাজনক অবস্থায় ওই দিন রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
উন্নত চিকিৎসার জন্য দুই দিন পর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪৩ দিন পর গত মঙ্গলবার (২৯জুন) বিকেলে মারা যান তিনি।হামলার ঘটনায় গত ১৭ মে নিহতের ছোট ভাই জহির মিয়া ২৫ জনের নামে মেঘনা থানায় একটি মামলা করেন।
বুধবার (৩০ জুন) সকালে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মেঘনা থানার পরিদর্শক (ওসি)আব্দুল মজিদ জানান,গত মে মাসে ফরাজিকান্দি গ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় আহত কুদ্দুস আলী মারা গেছেন। হামলার ঘটনায় থানায় একটি মামলা রয়েছে।আসামীরা জামিনে রয়েছে।এ ঘটনায় যেহেতু মামলা রয়েছে, এখন এর সাথে নতুন ধারা যুক্ত হবে।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে প্রতিসময় (protisomoy) ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
Last Updated on June 30, 2021 10:37 pm by প্রতি সময়