কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের আওতাধীন মেঘনা উপজেলা ছাত্রলীগের ৮ সদস্যের আংশিক কমিটি আগামী এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহসীন সোহাগকে সভাপতি এবং মহিউদ্দিন শাহরিয়ারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (সোহাগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়।
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জেলা ছাত্রলীগের কাছে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কমিটিতে কারো বিরুদ্ধে গঠনতন্ত্র সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ প্রমাণিত হলে তাকে বাংলাদেশ ছাত্রলীগের অনুমতিক্রমে সংগঠন থেকে অব্যহতি দেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ঘোষিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, জাবের ভূঁইয়া, খন্দকার সাব্বির আহম্মেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফাহিম মিয়া, মো. টিটু মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।
Last Updated on April 25, 2023 9:51 pm by প্রতি সময়