কুমিল্লা নগরীর মনোহরপুরে অবস্থিত লাজ ফার্মাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
রোববার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটিকে জরিমানা করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
তিনি জানান, সম্প্রতি মোহাম্মদ ইয়াছির আরাফাত নামের একজন ভোক্তা রশিদসহ লিখিত অভিযোগ করেন মেসার্স লাজ ফার্মা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে।
পরে উভয় পক্ষের শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার মেসার্স লাজ ফার্মাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগকারী প্রণোদনা হিসেবে ১২ হাজার ৫০০ টাকা পান।
Last Updated on April 2, 2023 5:25 pm by প্রতি সময়