
বিবাহ বিচ্ছেদের পর থেকেই অভিমান আর বিষন্নতায় ভুগতে থাকেন দন্ত চিকিৎসক সালমান (৩০)। আত্মহত্যা করার চিন্তাও জেঁকে বসে মস্তিস্কে।
এক,দু’বার চেষ্টাও করেছিল। কিন্তু সফল হতে পারেনি।
শেষ পর্যন্ত সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে অভিমান বিষন্নতার পর্দা টানলেন সালমান আলী নামের
এই দন্ত চিকিৎসক।
ঘটনাটি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামে। সে ওই গ্রামের দারিয়াপুর ক্লাব পাড়ার সাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে নিজ ঘরে টাওজারের ফিতা দিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের লোকজন দেখে ফেলে। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
সালমানের পারিবারিক সুত্রে জানা গেছে, কয়েকমাস আগে তার স্ত্রীর সাথে বিবাহ বিচ্ছেদ ঘটে। এ নিয়ে মানসিকভাবে বিষন্নতায় ভুগতে শুরু করে সালমান।
এর আগেও সে আত্মহত্যার চেষ্টা করেছিল।
Last Updated on July 13, 2020 2:01 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...