
মেহেরপুরের মুজিবনগরে ৩৬ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ি আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ইনচার্য আব্দুল হাশেমের নেতৃত্বে শনিবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে মুজিবনগর উপজেলার মোনাখালি ইউনিয়নের রশিকপুর গ্রামের মজিদুল ইসলাম মজা এর বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতর কাঠের শোকেসের মধ্যে বস্তার ভিতর লুকানো অবস্থায় মজিদুল ইসলামের এর স্ত্রী শহিদা বেগম (৪২)কে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ হাতেনাতে আটক করে মুজিবনগর থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শহিদা বেগমের ছেলে শরিফুল বাড়ি থেকে পালিয়ে যায়।
মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম জানান, গোপন সংবাদ পেয়ে আমার নেতৃত্বে এস আই মোমিনুল ইসলাম, এ এস আই শাহিন উদ্দিন, কনষ্টেবল শামছুজ্জামান ও ঈসরাফিল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা সাড়ে ১২ টার দিকে রশিকপুর গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল সহ শহিদা বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আ্ইনে মামলা হয়েছে।
Last Updated on July 25, 2020 11:35 am by প্রতি সময়
এই ধরনের আরও খবর...