মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য জবেদ আলীর লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২১ আগষ্ট) সকালের দিকে নাটোর সিরাজগঞ্জ এর মাঝামাঝি স্থানে নাটোর জেলায় জবেদ আলীর লাশ উদ্ধার করা হয়। জবেদ আলী সুবিদপুর গ্রামের কবির আলীর ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে গত বুধবার (১৯ আগষ্ট) বিকেলের দিকে একটি পিকআপ যোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে তিনি রওনা দেন।
আজ শুক্রবার সকালে বাড়িতে খবর আসে তার লাশ নাটোর জেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে পুলিশ জবেদ আলীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
দুপুরে এরিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মৃত্যুর কারণ জানা যায়নি।
# দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।