
মেহেরপুরে আরো ২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শনাক্ত হওয়া দুজনই গাংনী উপজেলার। তারা হলেন- গাংনী পশু হাসপাতাল পাড়ার আক্তারুজ্জামান (৪১) ও নুসরাত জাহান (১৭)।
সোমবার (৬ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। আজ ২২টি ফলাফলের মধ্যে ওই দুটি পজিটিভ রিপোর্ট এসেছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, এ পর্যন্ত ২১৭৭টি নমুনা পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ১৯৭০ টি। এর মোট আক্রান্ত ৯৪ জন। এদের মধ্যে সদরে ৫০, গাংনীতে ৩৬ এবং মুজিবনগরে ৮ জন। এ পর্যন্ত ৩৪ জন সুস্থ হয়েছেন। ৯ জনকে ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে মেহেরপুরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।
সিভিল সার্জন করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে তা পালনের আহ্বান জানান।
Last Updated on July 6, 2020 4:14 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...