মেহেরপুরে সদর উপজেলায় দক্ষিণ শাকিলা গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে সদর থানা পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দুপুরে এস আই রফিকুল ইসলাম এর নেতৃত্বে তাসবির হুসাইন সজল (২৫) ও আরিফুল ইসলাম (২২)
নামের দুই মাদক ব্যবসায়িকে আটক করে সদর থানা পুলিশ।
আটক তাসবির হুসাইন সজল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ও আরিফুল ইসলাম একই গ্রামের মো. শুকুর আলীর ছেলে।
সদর থানার ওসি শাহ দারা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Last Updated on July 15, 2020 2:04 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...