
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, আজ সোমবার (১৩ জুলাই) কুষ্টিয়া মেডিকেল কলেজ থেকে ১৯ টি (কুষ্টিয়া মেডিকেল কলেজ) রিপোর্ট এসেছে।
এরমধ্যে ৪টি পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। নতুন ৪ জন করোনা আক্রান্তের ১জন গাংনী , ২জন সদর, ১জন মুজিবনগরের বাসিন্দা।
এ নিয়ে জেলায় ১০৮ (সদর- ৫৬ , গাংনী -৪২, মুজিবনগর -১০) জন করোনায় আক্রান্ত হলেন।
এর মধ্যে ৬৩ জন সুস্থ হয়েছেন, ৬ জন মারা গেছেন। ১০ জনকে রেফার্ড করা হয়েছে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন জানান, এ পর্যন্ত মোট প্রাপ্ত রিপোর্টের সংখ্যা ২০৮৭টি।
তিনি সকলকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করার আহবান জানান।
Last Updated on July 13, 2020 4:36 pm by প্রতি সময়
এই ধরনের আরও খবর...